মুজিবনগরে কৃতীশিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৪ সালের এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মোনাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহযোগিতায় ইউপি চত্বরে ২৫ জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আলোচনায় মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপকার্যক্রম ব্যবস্থাপক গিয়াস উদ্দীন আহম্মেদ। বক্তব্য রাখেন মোনাখালী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি সাবেক চেয়ারম্যান রেকাব উদ্দীন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, হারুন অর-রশিদ, লাভলী খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাদ আহম্মেদ।