মাগুরা উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন আবদুল ওয়াহহাব

 

স্টাফ রিপোর্টার: মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) উপনির্বাচনে মে.জে. (অব.) এটিএম আবদুল ওয়াহহাবকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাতে দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় সর্বসম্মতি ক্রমে এটিএম আবদুল ওয়াহহাবকে দলীয় মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

গত ৯ মার্চ এ আসনের সংসদ সদস্য সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ মে মাগুরা-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।