তিনটি পদ বাদে বাকিগুলোতে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাইক্রো-কার শাখার দ্বিবার্ষিক নির্বাচন আজ বুধবার। সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ছাড়া বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আজ সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত শাখা কার্যালয়ে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে।
সভাপতি পদে বর্তমান সভাপতি টোকন মিস্ত্রি ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাসু ড্রাইভার হেরিকেন প্রতীক নিয়ে লড়ছেন। সহসভাপতি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এরা হলেন- সুমন রহমান হরিণ প্রতীক, আমিনুল ইসলাম ময়না দাঁড়িপাল্লা প্রতীক ও আখতার হোসেন খেজুরগাছ প্রতীক নিয়ে জোর প্রচারণা চালিয়েছেন। সাধারণ সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদক জুলিয়াস আহম্মেদ মিন্টু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসম্পাদক পদে সেন্টু মিয়া বাস প্রতীক ও বাবু হোসেন বুড়ো হাতি প্রতীক নিয়ে লড়ছেন। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান বাবলু রিকশা প্রতীক ও মুরাদ হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে রয়েছেন। প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রানা। কোষাধ্যক্ষ পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। কার্যকরী সদস্য ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এরা হলেন- মো. শাহিন ড্রাইভার মোরগ প্রতীক, আলাল উদ্দীন শেখ আলাল পাখা প্রতীক, আলামিন হাঁস প্রতীক ও রাজন হোসেন তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক রিপন মণ্ডল। মাইক্রো-কার শাখার বর্তমান সদস্য সংখ্যা ১৬১ জন। এরাই ভোটার।