চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: ঈশ্বরদীর সিরাজুল ইসলাম সিরাজ চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা জেলা শহরের একাডেমী মোড় থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
পাবনার ঈশ্বরর্দী বাঁশেরপাড়ার সেকেন্দার আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরাজকে (৪৮) ফেনসিডিলসহ আটক করে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় মামলাসহ হস্তান্তর করা হয়। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজুল ইসলাম সিরাজকে একাডেমী মোড় থেকে আটক করেন। প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে সিরাজ ফেনসিডিল পাচারের কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে।