স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৭৯তম ড্র অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। ঢাকার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় ওই ড্র অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ড্রয়ের ফলাফল আগামী ১ মে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হবে। উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর প্রতি মাসের শেষ দিন প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে কোনো মাসের শেষ দিন সাপ্তাহিক বা অন্য কোনো ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে ড্রর ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া ১৯৯৯ সালের জুলাই থেকে পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান রয়েছে।