স্টাফ রিপোর্টার: প্রথম জাতীয় সার্ফিঙের সিনিয়র বিভাগে সেরা হয়েছেন কামাল। গতকাল মঙ্গলবার কক্সবাজারের লাবনী সমুদ্র সৈকতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রমীলা বিভাগে সেরা হয়েছেন রিফা এবং জুনিয়ার বিভাগে সেলিম। তিন ক্যাটাগরিতে (পুরুষ, নারী, জুনিয়র) মোট ৭০ জন প্রতিযোগী অংশ নিলেও জয়ী হয়েছেন মোট নয় জন। তবে বাকিরাও বঞ্চিত হননি, পেয়েছেন সান্ত্বনা পুরস্কার। সিনিয়র পুরষ ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন ফাহাদ ও কামরুল। বালিকা বিভাগে দ্বিতীয় হয়েছেন সোহা মহারাজ এবং তৃতীয় হয়েছেন সুমি। জুনিয়র বালক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন জাহেদ। আর তৃতীয় হয়েছেন সাগর।
সিনিয়র বিভাগের চ্যাম্পিয়নকে প্রাইজমানি হিসেবে দেয়া হয়েছে ২০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি নতুন সার্ফিং বোট। রানারআপ পেয়েছেন ১৫ হাজার টাকা ও ক্রেস্ট। আর তৃতীয় স্থান অধিকারকারী পেয়েছেন ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। এদিকে মহিলা ও জুনিয়র বিভাগের প্রথম স্থান অর্জনকারী পেয়েছেন ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬ হাজার ও তৃতীয় স্থানধারী ৪ হাজার টাকা ও ক্রেস্ট।