স্টাফ রিপোর্টার: ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের সেদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত এ নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার বাংলাদেশের নাগরিকদের সেদেশ ভ্রমণে নিরুত্সাহিত করছে।