মাথাভাঙ্গা মনিটর: নেপালের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজারে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুশিল কৈরালা। ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন ও বিদেশি সাহায্য দাতাদের কাছে তাঁবু ও ওষুধ সরবরাহের আবেদন জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে সরকার সবকিছুই করছে। নেপালের জন্য এটি খুব কঠিন ও চ্যালেঞ্জিং একটি সময়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালযের এক কর্মকর্তা নিহতের সর্বশেষ সংখ্যা ৪ হাজার ৩৪৯ জন বলে জানিয়েছেন। এ সংখ্যা ১০ হাজারে পৌঁছে গেলে তা ১৯৩৪ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পে নিহত ৮ হাজার ৫০০ জনকেও ছাড়িয়ে যাবে। এতোদিন পর্যন্ত ওই ভূমিকম্পই ছিলো নেপালের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। গত শনিবার ৭ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পের সময় কৈরালা বিদেশে ছিলেন। বিদেশি সাহায্যের আবেদন জানিয়ে কৈরালা বলেন, নেপালের তাঁবু ও ওষুধ দরকার।