কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর, মদনা এবং বারাদী সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর ও মদনা এবং বারাদী মেন পিলার ৯৬-টি এবং মদনা ৮৩/৪ এবং বারাদী ৬২/৪ নিকট শূন্যরেখা বরাবর জগন্নাথপুর, বড়বলদিয়া ও বারাদী মাঠে নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মো. ওহিদুল ইসলাম, মদনা বিওপি কমান্ডার মোকলেছুর রহমান এবং বারাদী ক্যাম্প নায়েক সুবেদার ইয়াকুব আলী এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ গোবিন্দপুর কমান্ডার ইন্সপেক্টর একলেস ও আরকে সিং ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প কমান্ডার ভি.কে তিওয়ারি।