জীবননগর ব্যুরো: ঢাকায় গিয়ে রহস্যজনকভাবে নিহত জীবননগর বাজারের বিশিষ্ট ইলেকট্রনিক্স ও কাপড় ব্যবসায়ী হাজি রমজান আলী হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ভাতিজা আল আমিনকে (২৬) গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাজি ক্লথ অ্যান্ড গার্মেন্টস থেকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ।
থানা সূত্র জানায়, জীবননগর বাজারের বিশিষ্ট ইলেকট্রনিক্স ও কাপড় ব্যবসায়ী হাজি রমজান আলী গত বছরের ১৩ ডিসেম্বর ব্যবসায়ীক কাজে রাতে নৈশপরিবহনযোগে ঢাকায় যান। পরের দিন তার লাশ সেরেবাংলানগর থানার অধীন শেরেবাংলা নগরস্থ সিটি করপোরেশনের ড্যাম্পিং ষ্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়। এর পূর্বে হাজি রমজান আলী নিখোঁজের বিষয়ে রাজধানীর মিরপুর দারুস সালাম সালাম থাকায় একটি জিডি এবং শেরেবাংলা নগর থানায় অভিযোগ করা হয়। এ অভিযোগের সূত্র ধরে পুলিশ গতকাল নিহত হাজি রমজান আলীর ভাতিজা হাজি মোতালেব হোসেনের ছেলে আল আমিনকে গ্রেফতার করা হয়। জীবননগর থানার এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে বলে থানা সূত্রে জানানো হয়েছে।