খবর:(কোটচাঁদপুরে ভাইয়ের হাতে ভাই খুন)
ভাই মেরেছে ভাইকে
এমন খবর পায় কে-
এই যদি হয় ভাইয়ের দশা
বুকে দেবে ঠাঁই কে?
তুচ্ছ করে ভয়কে
শত্রু হবার নয় কে-
একই মায়ের পেটে জনম
তবু ঘাতক হয় কে?
মাখলো হাতে খুন কে
মুখে দিলো চুন কে-
এবার দিলাম জলাঞ্জলি
ভাইয়ের যতো গুণকে!
-আহাদ আলী মোল্লা