মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঝড়ের সময় বটগাছ গায়ে পড়ে গুরুতর আহত আলমডাঙ্গা গড়গড়ি গ্রামের দিনমজুর সিরাজুল ইসলাম মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার ৬ দিনের মাথায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান। গতকালই বাদ আছর নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
গত ২২ এপ্রিল রাত ৮টার দিকে কালবোশেখি ঝড় শুরু হয়। এ সময় আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের মন্দিরপাড়ার মৃত কিয়ামুদ্দিনের ছেলে দিনমজুর সিরাজুল ইসলাম ঘরে শুয়ে ছিলেন। বাড়ির কাছের শত বছরের পুরোনো বটগাছটি ঝড়ে উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জের প্রতিজ্ঞা নার্সিং হোমে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় সিরাজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান। বেলা ১টায় তার লাশ নিজ গ্রাম গড়গড়িতে পৌঁছুলে আত্মীয়-স্বজনের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। পরে বাদ আছর সিরাজুলের লাশ দাফন সম্পন্ন হয়।