জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মেদিনীপুরে সীমান্তের হরিহরনগরে ৬৯/৯ এস পিলারের নিকটে বৈঠকে মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার শামসুল আরেফিন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই রাম কুমার বিএসএফ’র ১৭৩ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব প্রদান করেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর নিশ্চিত করেছেন।