স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার জহুরুল ইসলাম শান্তিকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে মেহেরপুরের গাংনী বাজার থেকে গাংনী থানা পুলিশ গ্রেফতার করে। পরে তাকে চুয়াডাঙ্গা পুলিশ তাকে সেখান থেকে গ্রহণ করে।
চুয়াডাঙ্গা পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ার শামসুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে জহরুল ইসলাম শান্তি এক সময় ঝিনাইদহ বাসস্ট্যান্ডে ব্যবসা করতেন। পরে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে। এছাড়াও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। এ মামলায় সে গ্রেফতারি পরোনাভুক্ত আসামি।