মাথাভাঙ্গা মনিটর: চীনের কিছু কিছু গ্রামে কেউ মারা গেলে তার শেষকৃত্যানুষ্ঠানে বেশি লোক জড়ো করতে নগ্ন নৃত্যানুষ্ঠানের যে বিচিত্র প্রথা রয়েছে- তা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, এ নগ্ন নৃত্যের আয়োজকদের বিশ্বাস, শেষকৃত্যে বেশি লোক হলে মৃতের কল্যাণ হবে। তাছাড়া শেষকৃত্যে যতো বেশি লোক সমাগম হবে, মৃতের জন্য তা অনেক বেশি সম্মান বয়ে আনবে বলে ধারণা করা হয়। এজন্যই লোক আকৃষ্ট করতে এ নগ্ন নৃত্যের আয়োজন করা হয়। এজন্য বিশেষ ধরনের নাচিয়ে বা স্ট্রিপারদের দলও রয়েছে বলে জানা যায়। সম্প্রতি একে অসভ্য প্রথা অভিহিত করে শিগগিরই এর অবসান ঘটানোর চেষ্টা করছে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়। এক বিবৃতিতে এ ধরনের অশ্লীল অনুষ্ঠান আয়োজনের কঠোর নিন্দা করেছে মন্ত্রণালয়।