স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে একটি অনুষ্ঠানে দুপুরের খাবার খেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাসহ ৩০ পুলিশ অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অসুস্থরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ জেলা শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সদর থানার এসআই সাইফুল সরকার জানান, গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সম্মেলনকক্ষে জেন্ডার সংবেদনশীল পুলিশিং বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শহরের একটি রেষ্টুরেন্ট থেকে অর্ডার দেয়া নাস্তা সকাল ১১টার দিকে ও দুপুরে খাবার দেয়া হয় অংশগ্রহণকারী পুলিশকে। ওই খাবার খেয়ে রাতে ওসিসহ ৩০ পুলিশ অসুস্থ হয়ে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন। কয়েকজন পুলিশ সদস্য মঙ্গলবার দুপুরেও জেলা সদর হাসপাতালে ভর্তি হন।