আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে। গতপরশু রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার কালিদাসপুর গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে কালাম এবং একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে ঋণখেলাপি মামলার আসামি হিসেবে গ্রেফতার করে নিয়ে যায়। উপজেলার বাদেমাজু গ্রামের আইনউদ্দিনের ছেলে মারামারি মামলার আসামি আলতাফ ও আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নুর ইসলামকে আলমডাঙ্গা থানায় এসআই মকবুল ও জামজামি ক্যাম্প ইনচার্জ এসআই আজিজুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেন। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশসূত্রে জানা গেছে।