মাথাভাঙ্গা মনিটর: জার্মানির গাড়ি নির্মাতা অওডি সম্প্রতি অওডি ই-ডিজেল নামে পরিবেশবান্ধব কৃত্রিম জ্বালানি তৈরি শুরু করেছে। চমকপ্রদ খবর হচ্ছে, তাদের এ ডিজেলের কাঁচামাল হচ্ছে পানি। অওডির গবেষকেরা বলছেন, তাদের এ প্রকল্পের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নিরপেক্ষ জ্বালানি পাওয়া যাবে। জার্মানির ড্রেসডেন প্ল্যান্টে পানি থেকে ডিজেল তৈরির এ প্রকল্পের কাজ শুরু করেছে অডি। অওডি গাড়িতে পরিবেশবান্ধব এই জ্বালানি ব্যবহার করা যাবে। ড্রেসডেনের এ কারখানায় পাওয়ার টু লিকুইড (পিটিএল) পদ্ধতিতে জ্বালানি তৈরি করা হচ্ছে। এ তরল জ্বালানি তৈরির প্রক্রিয়ায় পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করছে অওডি। এ পদ্ধতিতে কাঁচামাল হিসেবে শুধু পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। একটি বায়োগ্যাস কারখানা থেকে অওডি এ কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করছে।
কীভাবে জ্বালানি তৈরি হচ্ছে–১. প্রথমে পানিকে তাপ দিয়ে বাষ্পীভূত করা হয় এবং উচ্চ তাপমাত্রায় পানিকে ভেঙে এর হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করা হয়। ২. এরপর আরও দুটি প্রক্রিয়া শেষে এ হাইড্রোজেনকে সিনথেসিস রিঅ্যাক্টরে উচ্চ তাপ ও চাপে বিক্রিয়া ঘটানো হয়। এতে হাইড্রোকার্বন যৌগ তৈরি হয় যাকে বলা হয় ব্লু ক্রুড। এ ব্লু ক্রুডকে রিফাইন করেই ই-ডিজেল উৎপন্ন হয় যা কৃত্রিম জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এ জ্বালানি সালফার ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন মুক্ত। ডিজেল ছাড়াও ই-গ্যাসোলিন নামে কৃত্রিম পেট্রোলও তৈরি করছে অওডি।