স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলায় ভাড়া করা একটি বাসা থেকে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ওই ব্যাংক কর্মকর্তার নাম আতিকুর রহমান (৩৫)। তিনি ব্র্যাক ব্যাংকের বাগমারা উপজেলা শাখার ব্যবস্থাপক ছিলেন। তার বাড়ি নাটোরের আহম্মদপুর গ্রামে। আতিকুরের সহকর্মী মহিরুল ইসলামের ভাষ্য, দাপ্তরিক কাজে গতকাল রোববার সকালে রাজশাহীতে যান আতিকুর। সন্ধ্যার পর বাগমারায় ফেরেন। দেউলা বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। আতিকুর অবিবাহিত।