মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে মরজেম আলীর বাড়িতে অস্ত্রের মুখে সোনার গয়না ও মোবাইল লুটে নিয়েছে একদল ডাকাত। প্রতিরোধের মুখে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাতজন ডাকাত ওই গ্রামের মৃত একতার আলীর ছেলে মরজেম আলীর বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে। সোনার গয়না ও ৪টি মোবাইলফোন লুটে নেয়। তারা রড দিয়ে পিটিয়ে গৃহকর্তার স্ত্রীকে আহত করে। ওই বাড়ি ত্যাগ করে ইসলামপুর মোড়ে পৌঁছুলে প্রতিরোধের মুখে পড়ে ডাকাত দলের সদস্যরা। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতদলের সাত সদস্য। বোমাঘাতে কেউ হতাহত না হলেও বোমার শব্দে গ্রামের মানুষ জড়ো হয়ে বৃহৎ প্রতিরোধ গড়ে তোলেন। ডাকাত দলের পিছু নেয় গ্রামবাসী। প্রতিরোধে যোগ দেয় কোমরপুর পুলিশ ক্যাম্পের একটি দল। কিন্তু ডাকাত দলের সদস্যদের আটক করতে ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মরজেম আলীর দু ছেলে সৌদি প্রবাসী। সম্প্রতি ছোট ছেলে ফারুক হোসেন বাড়িতে এলে অজ্ঞাত সন্ত্রাসীরা মোবাইলে চাঁদা দাবি করে। পরিশোধ না করায় প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক দিন আগের এক রাতে বাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। ফাঁকা স্থানে বিস্ফোরণ হওয়ায় প্রাণে রক্ষা পান বাড়ির লোকজন। ওই ঘটনার পর থেকেই চরম আতঙ্কের মধ্যে রাতযাপন করছিলেন মরজেম আলীর পরিবারের লোকজন।
কোমরপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুফল জানান, ডাকাতদলের সদস্যদের ধাওয়া করেও আটক করা যায়নি। তবে আটক অভিযান অব্যাহত রয়েছে।