মাথাভাঙ্গা মনিটর: মালিতে একটি ডিঙ্গি নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু হয়েছে। গত ১৮ মাসের মধ্যে দেশটিতে এটি প্রথম বড় ধরনের নৌকাডুবির ঘটনা। পুলিশ সূত্র জানায়, বামাকো থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তিয়েনফালা শহরে রোববার নৌকাডুবিতে ১০ জনের প্রাণহানি ঘটে। সূত্র জানায়, কাঠের তৈরি এ নৌকা নাইজার নদীতে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের ব্যাপারে তাত্ক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিলুপ্তপ্রায় এসব নৌকা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। তবে ২০১৩ সালের অক্টোবরের পর এই প্রথম এ ঘটনা ঘটলো। ২০১৩ সালের ওই নৌদুর্ঘটনায় ৭০ জনের বেশি লোক প্রাণ হারায়।