বাল্যবিয়ে প্রতিরোধে মেহেরপুরে বাবা সমাবেশ অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের বাবাদের অংশগ্রহণে বাবা সমাবেশের আয়োজন করা হয়। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে সদর উপজেলা শিক্ষা অফিস ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা চিলড্রেন মেহেরপুরের কৈশোর উন্নয়ন কর্মসূচির ম্যানেজার ডা. রমেন্দ্রনাথ মল্লিক, আমঝুপি ইউপি সদস্য মো. শহীদুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা শ্যামাপদ মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আবুল কাশেম। বক্তব্য রাখেন বাবাদের মধ্যে আনোয়ার হোসেন, ১০ম শ্রেণির ছাত্রী তানিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামালউদ্দিন। শেষে রোকনুজ্জামানের রচনায় বাল্যবিয়ের ক্ষতিকর বিষয় তুলে ধরে নাটিকা ‘ক্ষ্যাপা পাগল’ মঞ্চায়ন করা হয়।