পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ৪৪ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল ঝড়বৃষ্টিতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। গত রোববারের এ প্রাকৃতিক দুর্যোগে এখানে আরো ২০০ জন আহত হয়েছেন। প্রদেশটির পেশোয়ার, চারসাড্ডা, মারাদন, নুশেরাসহ কয়েকটি এলাকার ওপর দিয়ে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝড়ের পর প্রবল বৃষ্টি শুরু হয়। ঝড় ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় প্রদেশজুড়ে ৪৪ জন নিহত ও ২০০ জন আহত হন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। প্রবল বাতাসের চাপে কোথাও কোথাও ঘরবাড়ির ছাদ উড়ে যায় বা ধসে পড়ে, দেয়াল ধসে পড়ে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্রবল বৃষ্টিতে অনেক এলাকায় রাস্তা ডুবে যেয়ে ও গাছাপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসব কারণে উদ্ধারকাজে বাধা পড়ছে। পেশোয়ার ও সংলগ্ন এলাকায় ১১০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের পাশাপাশি ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।