দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

 

দৌললতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল সোমবার বেলা ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় নসিমনযাত্রী মানছুরা খাতুন (৪০) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের নিহাজ উদ্দিনের স্ত্রী। এ সময় অপর দুজন আহত হন। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ডাংমড়কা থেকে শেহালা যাওয়ার পথে আদাবাড়িয়া নতুনবাজারে শ্যালোইঞ্জিনচালিত দুটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে মানছুরা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর যাত্রী মোমেনা (৩৫) ও নসিমনচালক সুনিল (১৬) আহত হন।