দামুড়হুদায় করিমনসহ ফেনসিডিল উদ্ধার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি করিমনসহ ১ হাজার ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে এসআই জামাল হোসেন, কনস্টেবল আজিবার, এনামুল, সরোয়ার ও সাজেদুল উপজেলার লোকনাথপুর ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন। এ সময় দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা একটি করিমনের গতিরোধের চেষ্টা করলে করিমনচালক ও করিমনে থাকা অপর এক আরোহী ফেনসিডিল ভর্তি করিমন ফেলে পালিয়ে যায়। পুলিশ করিমনসহ ১ হাজার ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নেন। এ ঘটনায় এসআই জামাল হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডাইরি করেছেন। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোবাইলফোন নম্বরের সূত্র ধরে ওই ফেনসিডিলের প্রকৃত মালিকের নাম ঠিকানা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

Leave a comment