চেরনোবিল দুর্ঘটনায় নিহতদের স্মরণ করলো ইউক্রেন

 

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের ২৯তম বছরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশটির জনগণ। পরমাণু কেন্দ্রটি যেখানে ছিলো তার কাছে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হয়। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল পরমাণু কেন্দ্রের ৪ নম্বর রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়ে ইউক্রেন, বেলারুশ, রাশিয়াসহ ইউরোপের বিস্তীর্ণ এলাকায় মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত পরমাণু কেন্দ্রের ৫০ কিলোমিটার দূরে স্লভুতিচ শহরে নির্মিত সৌধের পাদদেশে শ শ লোক ফুল দেয় ও মোমবাতি জ্বালায়। উল্লেখ্য, চেরনোবিল পরমাণু কেন্দ্র ও তার আশপাশের শ্রমিকদের জন্য স্লভুতিচ শহরটি নির্মাণ করা হয়। এদিকে রাজধানী কিয়েভ থেকে ১শ মাইল দূরে পরমাণু কেন্দ্রটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ওই দুর্ঘটনায় ঠিক কতোজন মারা গিয়েছিলেন এ পর্যন্ত তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। জাতিসংঘ বিশেষজ্ঞ দল বলেছে পরমাণু কেন্দ্রে বিস্ফোরণে ৩১ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে শ্রমিক ও অগ্নিনির্বাপক দলের সদস্যরা রয়েছে। কিন্তু পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রিন পিস বলছে, দুর্ঘটনার পর তেজস্ক্রিয়তার প্রভাবে ক্যান্সারসহ বিভিন্ন রোগে প্রায় ১ লাখ মানুষ মারা গেছেন।