স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ কর্মী রেহানা বেগম মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকালই সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত এলাকায় পোশাক তৈরির একটি কারখানায় বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অন্তত সাতজন দগ্ধ হন।