স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুরি যাওয়া মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-৫১-৭৭৬৫) ফরিদপুর শহরের একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে পুলিশ। গাড়ি চুরির একটি সংঘবদ্ধ দল দু মাস আগে উপজেলার চাপরাইল বাজারের তৌহিদুলের মাইক্রোবাস চুরি করে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে এসআই সুকুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ফরিদপুর শহরের একটি গ্যারেজে অভিযান চালিয়ে মাইক্রোবাসাটি উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানান