কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে মোহাম্মদ উল্লাহ (৬০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা জরিমান করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলা পরিষদের মধ্যে প্রকাশ্যে ধূমপান করার কারণে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা তাকে ওই জরিমানা প্রদান করেন।
জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলা পরিষদের মধ্যে মোল্লাডাঙ্গা গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে মোহাম্মদ উল্লাহ প্রকাশ্যে ধূমপান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০০ টাকা জরিমানা প্রদান করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা জানান, ধূমপান নিরোধ আইন-২০০৫’র ৫ ধারার অপরাধ মোতাবেক তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।