স্টাফ রিপোর্টার: প্রশাসনে দু অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফিরোজ সালাহ উদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম আকতারী মমতাজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আগামী ৩০ এপ্রিল থেকে এ আদেশ কার্যকর হবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মনসুর আলী শিকদার এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস ৩০ এপ্রিল অবসরোত্তর ছুটিতে যাবেন। ফলে পদ দুটি শূন্য হওয়ায় তাদের নিয়োগ দেয়া হয়েছে।