বীর মুক্তিযোদ্ধা হরিণাকুণ্ডুর বলরামপুরের আব্দুর রহমানের ইন্তেকাল : আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা হরিণাকুণ্ডু বলরামপুরের আব্দুর রহমান আর নেই (ইন্নালিল্লাহে……….রাজেউন)। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর গতরাত ১০টায় তিনি ইন্তেকাল করেন। আব্দুর রহমান (৬৪) বলরামপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। আজ সকালে তার দাফন সম্পন্ন হবে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুরের বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তার সমস্যা বেশি দেখা দিলে গতকাল রোববার রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকাল ৯টায় বলরামপুর দাখিল মাদরাসা মাঠে গার্ড অব অনার শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। মরহুম আব্দুর রহমান হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের প্রভাষক মাহবুব মোরশেদ শাহীনের শ্বশুর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।