প্রধানমন্ত্রী ভোট দিতে পারলেও খালেদা জিয়া পারবেন না

স্টাফ রিপোর্টার: অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিতে পারলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পারবেন না। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমণ্ডি আবাসিক এলাকার ভোটার। তার ভোটার আইডি নম্বর- ২৬৯১৬৪৯১০০৭৯৮। শেখ হাসিনার বাসার ঠিকানা ৫৪ (সুধা সদন), রাস্তা- ৫, ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা- ১২০৫। প্রধানমন্ত্রী ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও তিনি ভোট দিবেন কি-না তা এখনও নিশ্চিত নয়। কেননা, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না। সেক্ষত্রে প্রটোকল জটিলতা রয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বর্তমানে ঢাকা উত্তর সিটির গুলশানে বাস করলেও তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। কেননা, তিনি এখনও ক্যান্টনমেন্ট এলাকার ভোটার। আর ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নয়। গতকাল রোববার গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি এখনও ক্যান্টনমেন্ট এলাকার ভোটার। ক্যান্টনমেন্ট এলাকার ভোটার হওয়ার কারণে আমি ভোট দিতে পারবো না। কারণ এ নির্বাচনে ক্যান্টনমেন্ট এখনও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোন এলাকার ভোটার এবং কোন কেন্দ্রে ভোট দেবেন, এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে।