পীরের দরবার শরিফের জমি দখলের অভিযোগে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের পীরের দরবার শরিফের জমি দখলের অভিযোগে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাধু গুরুরা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন দরবার শরিফের খাদেম জহির শেখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদের গবেষণা বিষয়ক সম্পাদক এসএম তৌহিদ সরকার, লোক গবেষক আব্দুল্লাহ আল আমিন, সাধু সালাউদ্দীন খাঁসহ জেলার সাধু গুরুররা। মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন ভবরপাড়া গ্রামের ৬২ শতক ফলজ জমি তাদের পীরের দরবার শরীফের। স্থানীয় মসজিদ কমিটি জোর পূর্বক ওই জমি দখল করে নিয়েছে।

এদিকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাসান আল বেলাল জানান, জমির রেকর্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র মসজিদের নামে। বাগানটি তাদের দখলে। তারা প্রতি বছর ফল বিক্রি করে থাকেন। বিষয়টি নিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসার উভয়পক্ষকে নিয়ে বিষয়টির সমাধান করেছেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুল সালেক জানান, বিষয়টি উভয়পক্ষকে নিয়ে বসা হয়েছিলো। কগজপত্র সবই মসজিদ কমিটির পক্ষে।

Leave a comment