রচনা ব্যানার্জ্জী
দু’বারই আমি ভূমিকম্প বুঝতে পেরেছি৷ ওই সময় আমি ছেলেকে পড়াচ্ছিলাম৷ হঠাৎ ফিল করলাম মাথাটা ঘুরছে৷ তারপর দেখলাম বিল্ডিংটা নড়ছে৷ সেইসময় চারপাশের বাড়ি থেকে শাঁখের আওয়াজ শুনতে পেলাম৷ তখনই বুঝলাম ভূমিকস্প হয়েছে৷ মাথা ঘোরার কারণটাও বুঝলাম ৷ তারপর তো দেখালাম চারপাশের লোকজন বাড়ির বাইরে বেরচ্ছে৷ অনেকদিন পর ভূমিকম্প টের পেলাম৷ আমার ছেলে অবশ্য কিছু বুঝতে পারেনি৷
জুন মালিয়া
আমি তো এখন বারাণসীতে আছি৷যখন ফার্স্ট টাইম এখানে আর্থকোয়েক হল তখন আমি, আমার ছেলে-মেয়ে আর আমার মা, আমরা চার জনই হোটেলের রুমে ছিলাম৷আমি প্রথমে বুঝতে পারিনি৷আমার ছেলে খাটের পাশে বসে ছিল৷ ওই প্রথমে বলল৷ তারপর তো হোটেল মালিক আমাদের বলল নীচে নেমে আসতে৷আমরা সবাই হোটেলের বাইরে চলে এলাম৷সেকেন্ড টাইম আমি বুঝতে পেরেছি৷ উফ! তখন যা একটা প্যানিক হচ্ছিল৷ কলকাতাতেও তো শুনলাম সিভিয়ার ভূমিকম্প হয়েছে৷
অঞ্জনা বসু
তখন আমি বাড়িতেই ছিলাম, কিন্তু বুঝতে পারিনি৷ হঠাৎ দেখি মোবাইলে পরপর এসএমএস ঢুকছে৷অনেকেই জানতে চাইছে আমি ঠিক আছি কিনা৷তারপর টিভিটা খুলে দেখলাম এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে৷
অরুণিমা ঘোষ
উরি বাব্বা! আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম৷আমি তখন খাটে শুয়ে টিভি দেখছিলাম৷ হঠাৎ দেখি ব্যালকনির কাঁচটা নড়ছে, পারফিউমের বটলগুলো দুলছে৷সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে মাকে ডাকলাম৷মা আগে বুঝতে পারেনি৷ আমার ঘরে আসার পর বুঝতে পারল৷তারপর মা শাঁখ বাজাল৷আশপাশের বাড়ির লোকজনও তখন শাঁখ বাজাচ্ছিল৷অনেকদিন পর এরকম একটা আর্থকোয়েক আমি ফিল করলাম৷কি জানি আমি এগারো তলায় থাকি বলে হয়তো একটু বেশি মনে হয়েছে৷
শ্রীলেখা মিত্র
আমি তখন সোফায় পা দুটো তুলে মেঝেতে শুয়ে আছি৷হঠাৎ দেখি মেঝেটা কাঁপছে৷তারপর যেই ওপর দিকে তাকালাম তখন দেখি ওপরের শ্যান্ডেলিয়ারটা দুলছে৷আমি কিছু বলার আগে বাবাই প্রথম চেচিঁয়ে বলল যে ভূমিকম্প হচ্ছে৷আমার মা খুব অসুস্থ৷খাটে শুয়ে ছিল৷মাও ব্যাপারটা ফিল করেছে৷আমরা তখনই বাইরে বেরিয়ে যেতাম কিন্তু মা যেহেতু অসুস্থ তাই আর বেরোলাম না৷
অগ্নিমিত্রা পল
আমি তখন বেডরুমে বসে ডিজাইনিং-এর পেপারগুলো দেখছিলাম৷তারপর স্নান করতে যাব বলে যেই উঠলাম হঠাৎ আমার মনে হল মাথাটা ঘুরছে৷আমি ভাবলাম প্রেসারটা হয়তো একটু বেড়েছে৷তারপরেই দেখলাম বিছানাটা দুলছে৷তখনই মনে হল ভূমিকম্প হচ্ছে৷ টিভিটা খোলার পর তো জানতে পারলাম যে এবার কি ভয়াবহ ভূমিকম্প হয়েছে৷
শুভশ্রী
ফার্স্ট টাইম যখন আর্থকোয়েক হল আমি ক্যামাক স্ট্রীটে৷ গাড়িতে ছিলাম৷ হঠাৎ দেখি চারপাশের অফিস থেকে লোকজন সব রাস্তায় বেরিয়ে আসছে৷তখনই মোবাইলে নিউজ পেলাম আর্থকোয়েক হয়েছে৷তারপর সেকেন্ড টাইম যখন হল তখন আমি বাড়িতে গিয়ে জাস্ট চেয়ারে বসেছি৷ফিল করলাম চেয়ারটা নড়ছে৷ সামনে জলের বোতলটাও দেখলাম নড়ছে৷শুট্যিং থেকে ফিরে এতটাই আমার টায়ার্ড লাগছিল যে আমি আর তখন বাড়ির বাইরে বেরোতে পারিনি৷তারপর তো বন্ধুদের প্রচুর ফোন আসছিল৷