মেহেরপুর সরকারি কলেজের টয়লেটে বোমার বিস্ফোরণ : আতঙ্ক

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজের টয়লেটের মধ্যে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির লিফলেট ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু জানান, অফিসের কাজ করার এক পর্যায়ে গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে প্রচণ্ড জোরে একটি শব্দ হয়। বাইরে বের হতেই দেখা যায়, ছাত্রছাত্রীরা ছোটাছুটি করছে।

এক ছাত্রী জানায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দোতলার টয়লেট থেকে বের হওয়ার সময় এক যুবককে সেখানে ঘোরাঘুরি করতে দেখে সে। বিস্ফোরণের পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানা পুলিশের ওসি আহসান হাবিব জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির লিফলেট ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে কেউ আতঙ্ক সৃষ্টির নামে ওই লিফলেট ফেলে গেছে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।