চুয়াডাঙ্গার কুতুবপুরে কর্মসৃজন কর্মসূচির উদ্বোধন

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নং কুতুবপুর ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির আওতায় ৪০ দিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি রাস্তা, ভুলটিয়া, শম্ভুনগর, মহাম্মদজুম্মা, জীবনা, আলিয়ারপুর ও কুতুবপুর গ্রামের কয়েকটি রাস্তায় মাটিভরাট কাজের উদ্বোধন করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মো. গোলজার হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম স্বপন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইউপি সচিব মো. হাফিজুর রহমান, প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ইউপি সদস্য ডা. মো. মহসিন আলী, রিনা পারভীন, হাসিনা খাতুন, আকবার মণ্ডল, মাহাবুর রহমান, মকলেসুর রহমান, ফারুক হোসেন, দশমী জামে মসজিদের ইমাম মোহাদ্দেস আলী, খোশজেল মেম্বার, সরদার মিস্টার আলী ও ইউফুব মিয়াসহ এলাকার সুধীজন। উল্লেখ্য, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৮০ জন দুস্থ নারী-পুরুষ শ্রমিকরা শ্রমদায়ক কাজ করবেন। প্রতি শ্রমিকরা কাজের বিনিময়ে ২শ টাকা করে মজুরি পাবেন বলে ইউপি সূত্রে জানা গেছে।