এবিএম হাসান হাসু দীর্ঘদিন ধরে অসুস্থ

চুয়াডাঙ্গা বিএনপির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি এখন নির্বাক

 

জাকির মুনসাদ: চুয়াডাঙ্গা বিএনপির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি সাবেক সিনিয়র সহসভাপতি এবিএম হাসান হাসু দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী। স্বাভাবিকভাবে চলাচলতো করতে পারেন-ই না। বিছানা থেকে উঠে বসার সক্ষমতাও হারিয়েছেন তিনি। কেউ গেলে তার দিকে অপলোকদৃষ্টিতে তাকিয়ে থেকে কী যেন বোঝানোর চেষ্টা করেন। সুস্থ করে তোলার আকুতিও যেন অবায়ব জুড়ে। কিন্তু সে আশা দিন গড়ানোর সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে।

DSC07481

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হারদী মৃত শেখ আলফাজ উদ্দীন আহম্মেদের ছেলে এবিএম মহিদুল হাসান হাসু। তিনি এবিএম হাসান হাসু বলেই পরিচিত। চুয়াডাঙ্গা জেলা শহরের থানা কাউন্সিলপাড়ায় বাড়ি করে বসবাস করে আসছেন। স্ত্রী আর দু কন্যা। এরাই এবিএম হাসান হাসুর সেবা যত্ন করে আসছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের মধ্যে সরদার আলী হোসেন মাঝে মাঝে খোঁজ নেন। আর সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু মাঝে মাঝে খোঁজ নিতেন। বর্তমানে তিনি জেলহাজতে। অর মন্টু প্রায়ই স্বশরীরে হাজির হয়ে খোঁজ নেন। আর অন্যদের তেমন খোঁজ নিতে দেখাই যায় না। অথচ যখন রাজনীতিতে সরব ছিলেন তখন তাকে ঘিরে কতোজনই থাকতেন।

পরিবারের সদস্যরা বলেছেন, কয়েক মাস আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। কয়েক মাস সেখানে চিকিৎসাধীন রেখে ফিরিয়ে নেয়া হয় বাড়ি। বাড়িতে রেখে বেডশুল পর্যন্ত হয়ে যাচ্ছে। ডায়বেটিসও রয়েছে। চিকিৎসা চলছে। এক মেয়ে ব্যাংকে চাকরি করে বলে অনেকটা বাচুয়া। তা না হলে নূন্যতম চিকিৎসাটাও বোধ হয় বন্ধ হয়ে যেতো। সংশ্লিষ্টদের এরকমই মন্তব্য।

Leave a comment