জিম্মি ইতালীয়সহ নিজ নাগরিককে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের আফগান সীমান্তের কাছে আল কায়েদার আস্তানায় চালানো এক ড্রোন হামলায় ভুল করে জিম্মি নিজেদের এক নাগরিকসহ ইতালীয় এক নাগরিককে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে ঘটা এ অনিচ্ছাকৃত ঘটনার জন্য বৃহস্পতিবার ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমা চেয়ে এ ঘটনাসহ সন্ত্রাসবিরোধী অভিযানের সব দায় স্বীকার করেছেন তিনি। পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেনসহ অন্যান্য এলাকায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযানের জন্য এ হত্যাকাণ্ডের ঘটনা একটি বিপর্যয় বয়ে এনেছে। ড্রোন হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ভুক্তভোগী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছিলো। জানুয়ারির ওই হামলার নিহতরা ছিলেন ত্রাণকর্মী। এদের মধ্যে মার্কিন নাগরিক ওয়ারেন উইনস্টেইনকে ২০১১ সাল থেকে জিম্মি করে রেখেছিলো আল কায়েদা। ইতালীয় নাগরিক জিওভান্নি লো পোর্তো ২০১২ সালে পাকিস্তান থেকে নিখোঁজ হন।

Leave a comment