মেহেরপুরের সাংবাদিকদের সাথে জয়পুরহাট সাংবাদিকদের মতবিনিময়

মেহেরপুর অফিস: মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলমের উদ্যোগে জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় মেহেরপুর পৌর কমিউনিটি হলে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল ও সাধারণ সম্পাদক রতন হাসান খান। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য। বক্তব্য রাখেন জয়পুরহাটের সাংবাদিক আবু বক্কর সিদ্দিকী, শাহাজান সিরাজ মিঠু, খ.ম আব্দুর রহমান রণি, মাজেদুল আলম, তপন খান, মেহেরপুরের সাংবাদিক ওয়াজেদুল হক জেদু, ফজলুল হক মন্টু প্রমুখ।

প্রধান অতিথি পুলিশ সুপার হামিদুল আলম তার বক্তব্যে বলেন, অতীতে জয়পুরহাটে থাকাকালে জয়পুরহাটের সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষার্থে তাকে সহযোগিতা করেছেন এবং তাদের ভালোবাসায় ধন্য হয়েছেন। তিনি মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি মেহেরপুরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস-ঐতিহ্যখ্যাত মেহেরপুর জেলায় এসে তারা ধন্য এবং মেহেরপুরের সাংবাদিকদের অতিথেয়তায় তারা মুগ্ধ। তারা মেহেরপুরের সাংবাদিকদের জয়পুরহাটে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। তারা আরো বলেন, এ ভালোবাসার সেতু বন্ধন ভবিষ্যতে অটুট থাকবে।

এদিকে এর আগে মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মেহেরপুরের পুলিশ সুপার ও জয়পুরহাটের সাংবাদিকদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় এবং জয়পুরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে মেহেরপুরের পুলিশ সুপার ও সাংবাদিকদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a comment