স্টাফ রিপোর্টার: পাবনায় জলমহালের দখল নিয়ে দু গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই গ্রামের ইজিবর আলীর ছেলে আজিজুল (২৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, জলাশয়ের লিজকে (বন্দোবস্ত) ডাক্তার সাত্তার ও শরিফুল গ্রুপের মধ্যে বিরোধের এক পর্যায়ে রাতে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সাত্তার গ্রুপের আজিজুল মারা যান এবং কমবেশি ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।