দামুড়হুদায় ডিপিএল ক্রিকেটে রাজধানী এক্সপ্রেস চ্যাম্পিয়ন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইউপি কাপ প্রিমিয়ার লিগ ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা স্টেডিয়ামে রাজধানী এক্সপ্রেস ও বাংলা লায়নের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলা লায়ন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারের মধ্যে ১৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করে। ৬৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজধানী এক্সপ্রেস ১৪ ওভার ৫ বল খেলে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে। রাজধানী এক্সপ্রেসের আমিরুল ম্যান অব দ্য ম্যাচ এবং একই দলের খেলোয়াড় আরিফ ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন। খেলায় ধারাভাষ্য দেন শামিম খান ও জনি। অ্যাম্পায়ার ছিলেন বাশার ও বাবু। স্কোরার ছিলেন লিটন ও মুকিত।

খেলা শেষে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী, ইউপি সদস্য আবুল হাশেম, রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, রাজধানী এক্সপ্রেসের স্বত্বাধিকারী আ. হাকিম, ড্রিম সেন্টারের স্বত্বাধিকারী খোকন, সেনেটারি হাউজের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শওকত।