ঢাকায় ৮০ চট্টগ্রামে ৮৩ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোট কেন্দ্রের ৮০ ভাগ এবং চট্টগ্রামে ৮৩ ভাগ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকার দুই সিটির ১৯৮২টি কেন্দ্রের মধ্যে উত্তরে ৫৮৭ ও দক্ষিণে ৯৯৮ কেন্দ্র ঝুঁকিতে রয়েছে। আর চট্টগ্রামে ৭১৯টির মধ্যে ৫৯৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে এসব তথ্য।

আরও জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য সাধারণ কেন্দ্রের চেয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের কেন্দ্রগুলোকে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। নির্বাচনের দু’দিন আগ থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এর পার্শ্ববর্তী এলাকায় থাকবে বাড়তি গোয়েন্দা নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকবে আইনশৃংখলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স। এছাড়া কেন্দ্রের আশপাশে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে টহল থাকবে। নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে বলে দাবি করেছেন সরকারের সংশ্লিষ্টরা। তবে সরকারের এমন পদক্ষেপে আশ্বস্ত হতে পারছে না বিএনপি।