খবর: (দুর্নীতি : দর্শনা চিনিকলের একজন চাকরিচ্যুত)
দুর্নীতিতে ভরা সবই
নীতির ভারি অভাব,
পচা খেয়ে ভুঁড়ি ফোলায়
অনেক নেতার স্বভাব।
চাকরি যাবে তবু স্বীকার
চাই ভরা চাই পকেট,
ছোট লোকের পোলা হয়েও
কিনতে যাবে রকেট।
দেশটা খাবে বেচে কিনে
হারাম খোরের বাচ্চা,
দে মেরে দে পিণ্ডি মেরে
আচ্ছা হোগা আচ্ছা।
-আহাদ আলী মোল্লা