স্টাফ রিপোটার: ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। গত বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আনজুমান আরা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, জজকোর্টের পিপি অ্যাড. শামশুজ্জোহা, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও জেলা মহিলা সংস্থার সভাপতি নূরুন্নাহার কাকলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সার্কেল ছুফি উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, হাসান কাদির গনু স্থানীয় প্রশাসনও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন, ছেলেমেয়েদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। কম্পিউটার শিক্ষার মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারবে। সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী।
চুয়াডাঙ্গায় জেলা পরিষদে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক
