আইপিএলে কোহলির ব্যাটে বাঙ্গালুরুর জয়

মাথাভাঙ্গা মনিটর: অধিনায়ক বিরাট কোহলির নায়কোচিত ইনিংসের ওপর ভর করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচসেরা মিচেল স্টার্কের বোলিং (৩/২২) তোপে ৯ উইকেটে মাত্র ১৩০ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। সর্বোচ্চ ৩১ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। স্টুয়ার্ট বিনির ২০ ও সেনাপতি শেন ওয়াটসনের ২৬ রান উল্লেখ্য। ভাল বোলিং করে আকাশে উড়তে থাকা রাজস্থানকে আয়ত্তের মধ্যে বেঁধে রাখতে সাহায্য করেন হার্শাল প্যাটেল (২/২৩) আর যুবেন্দ্র চাহাল (২/২৫)। জবাবে দলীয় ৩৬ রানে বড় তারকা ক্রিস গেইলকে (১৭ বলে ২০) হারালেও এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কোহলি। ইন্ডিয়ান ক্রেজি হিরো ১ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সঙ্গী ডি ভিলিয়ার্স ৩৪ বলে ৪৭। ১৬.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু। গেইলের উইকেটটি নেন ওয়াটসন। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থানের সপ্তম খেলায় দ্বিতীয় হার এটি। আর পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের স্বাদ পাওয়া কোহলির ব্যাঙ্গালুরু আছে ষষ্ঠ স্থানে। স্কোর: রাজস্থান ১৩০/৯ (২০ ওভার), ব্যাঙ্গালুরু ১৩৪/১ (১৬.১ ওভার)
ফল: ব্যাঙ্গালুরু ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: স্টার্ক (ব্যাঙ্গালুরু)