মাথাভাঙ্গা মনিটর: চিলির দক্ষিণাঞ্চলের কালবাকো আগ্নেয়গিরি থেকে বুধবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। প্রায় ৫০ বছর সুপ্ত থাকার পর বুধবার সকালে আগ্নেয়গিরিটি উদগিরণ শুরু করে। জ্বালামুখ দিয়ে বের হওয়া ছাইয়ের স্তম্ভ আকাশে ১০ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে। পার্শ্ববর্তী এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগ্নেয়গিরিটির পার্শ্ববর্তী বন্দর নগরী পুয়ের্তো মন্টের আকাশ ইতোমধ্যে কালো মেঘে ঢেকে গেছে। নগরীর মেয়র গার্ভয় পারেদেস পরিস্থিতিকে জটিল আখ্যা দিয়ে বলেন, লোকজন খুবই ভয়ের মধ্যে রয়েছেন। তিনি আরো জানান, অগ্ন্যুৎপাতের ফলে বরফ গলে যাওয়ায় ব্লানকো নদী উপচে বন্যার সৃষ্টি হয়েছে। রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণের ওই আগ্নেয়গিরিটির পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা।