ভুটানকে উড়িয়ে সেমিতে নারী ফুটবল দল

মাথাভাঙ্গা মনিটর: এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে বাংলাদেশকে নিয়ে খুব একটা আশা ছিল না। দলটি ঢাকা ছেড়ে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে নিজেদের প্রত্যাশার কথা জানালেও ভারতের মতো দলের লড়াইটা নিয়ে টেনশনেই ছিলেন। কারণ বাংলাদেশের যে মেয়েরা ফুটবল খেলেছে তারা খুব বেশি দিন হয়নি ফুটবলের অ আ ক খ শিখেছে। ফুটবলের নিয়ম-কানুনগুলো ধরে ধরে শেখাতে হয়েছে। কারণ একেবারেই নতুন খেলোয়াড়। ফুটবল টার্ফে প্রতিদিন ভর দুপুরে মেয়েরা খেলা শেখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের ফল পেয়েছেন তারা। অধিনায়ক শ্রীমতি কৃষ্ণা রানী ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘আমরা অনেক পরিশ্রম করেছি। ভালো কিছু করতে পারবো। ভারতেকে দাঁড়াতে দেবো না। ভারতের বিরুদ্ধে গোল করতে না পারলেও গোল খাবো না। সেই কথা রেখেছেন শ্রীমতি রানীর দল। ভারতের বিরুদ্ধে গোল করে এগিয়ে গিয়েও সেটা ১-১ গোলে ড্র হয়েছে। আর ভুটানের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচ জয়ের কথা বলেছিল। কিন্তু বাংলাদেশ ১৬-০ গোলে জিতবে সেটা অকল্পনীয় ছিল। গতকাল গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিরুদ্ধে সেমিফাইনালে উঠা বাংলাদেশের জয়টা সাড়া ফেলেছে ফুটবল অঙ্গনে। ভুটানকে হারিয়ে সেমিফাইনালের বড় স্বপ্নটা দেখার সাহসটা ছিল। সেই সাহসটা আরো বাড়িয়ে দিয়েছে ভারতের সাথে ড্র করার সুযোগে। ভারত ১২-০ গোলে ভুটানকে হারিয়েছিল। বি গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে প্রয়োজন ছিল ১২ গোল ছাড়িয়ে যাওয়া। ম্যাচের প্রথমার্ধেই ৮-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শুরু হয় গোল সংখ্যা বাড়ানোর লড়াই। সেটা গিয়ে ঠেকলো ১৬ তে। হ্যাটট্রিক হয়েছে তিনটি। সানজিদা ৪, মারিয়া ৪, মৌসুমী ৩, মারজিয়া ২, কৃষ্ণা, স্বপ্না , তহুরা ১টি করে গোল করেন।