বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জাতিসংঘের

মাথাভাঙ্গা মনিটর: স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য সিটি নির্বাচন আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। একই সাথে নির্বাচনী প্রচারের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি। নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘ সদর দফতরের নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক। কয়েক দিন ধরেই এই ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। বুধবার সব মিলিয়ে উত্তর দেন স্টিফান ডুজারিক। তিনি বলেন, বাংলাদেশ বিষয়ে আমাকে কয়েকবার প্রশ্ন করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। আমরা এ ব্যাপারে অবগত যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করছে। মহাসচিব (বান কি-মুন) স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। আর, নির্বাচনী প্রচারণার নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশেই শুধু সেটা সম্ভব। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকার দু সিটি এবং চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথম দিকে পুলিশি নিরাপত্তায় প্রচারণা চালালেও পরে তা প্রত্যাহার করা হয়। আর গত তিনদিন ধরে খালেদা জিয়ার গাড়িবহর হামলার সম্মুখীন হচ্ছে।

Leave a comment