প্লেনারি সেশনে সহসভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাথাভাঙ্গা মনিটর: এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে চতুর্থ প্লেনারি সেশনে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহবুব সহসভাপতির দায়িত্ব পালন করেন। আজ আফ্রো-এশিয়ান নেতৃবৃন্দ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের মাধ্যমে উভয় মহাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত এবং অভিন্ন সমস্যাসমূহ উত্তরণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। কর্মকর্তারা বলেন, বানদুং ম্যাসেজ, এনএএএসএফ নবায়ন এবং ফিলিস্তিনকে এশিয়ান ও আফ্রিকান দেশসমূহের সমর্থনের ঘোষণা-এ তিন ফলাফলের মধ্যদিয়ে শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় অন্যান্যের মধ্যে লিবিয়ার প্রতিনিধি পরিষদের সভাপতি আকিলা সালেহ ইশা, ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট জেজোমার সি বিনায়, মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী শাবেরি চেক, পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এবং নাইজেরিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আমিনু বশির ওয়ালি অংশ নেন। জাকার্তায় বুধবার তিন দিনব্যাপি শুরু হওয়া সম্মেলনের লক্ষ্য উন্নয়ন ও বিশ্বসঙ্কট নিরসন এবং উভয় মহাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে একটি মৌল ভিত্তি তৈরির লক্ষ্যে নতুন নতুন ধারণার উদ্ভাবন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা কনভেনশন সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করেন। এতে ৩৪টি দেশের রাষ্ট্রপ্রধান, এশিয়ান ও আফ্রিকান ১০৫ দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক ১৫ দেশ এবং ১৭টি আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়।