ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের কল্যাণপুর গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত রক্ষা পেলো ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে কল্যাণপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মুদিদোকানদান সাগর হোসেনের সাথে একই গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে। এমন সংবাদে ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন স্কুলছাত্রীর বাড়িতে হাজির হন। তার বাবা-মাকে বুঝিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। সে সময় ছেলে ও মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

ইউএনও জুলকার নায়ন জানান, বাল্যবিয়ে নামক ব্যাধিটি সমাজ থেকে চিরতরে দূর করে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। যেখানেই বাল্যবিয়ে হবে সেখানেই প্রশাসন গিয়ে হাজির হবে। বাল্যবিয়ে রোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।